ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী নারীর শ্লীলতাহানির অভিযোগে ইউপি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
প্রতিবন্ধী নারীর শ্লীলতাহানির অভিযোগে ইউপি সদস্য আটক প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে জুয়েল পাটোয়ারী (৪৫) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে চাটখিল থানায় একটি মামলা করেন।

আটক ইউপি সদস্য জুয়েল পাটোয়ারী চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ের ৫নং ওয়ার্ডের বাগাই পাড়া গ্রামের বাসিন্দা। তিনি চাটখিলের পাঁচগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আটক ইউপি সদস্যকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। এছাড়াও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় আরও একটি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।