সোমবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাতে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সিনিয়র এডি চন্দন দেবনাথ বাংলানিউজকে এ বিষয়টি জানান।
এর আগে, সোমবার (০২ সেপ্টেম্বর) ভোরে ভৈরব উপজেলার দূর্জয়মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক চোর চক্রের সদস্যরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকার মো. ইদ্রিস মিয়া ওরফে কাজল (৩৬), একই উপজেলার চর চারতলা এলাকার মো. শুভ আহমেদ (২৩) ও একই এলাকার মো. সাকিব (২২)।
সিনিয়র এডি চন্দন দেবনাথ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদ পেয়ে সোমবার (০২ সেপ্টেম্বর) ভোরে ভৈরব উপজেলার দূর্জয়মোড় এলাকায় চেক পোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু সরঞ্জামাদিও জব্দ করা হয়।
আটকদের নামে ভৈরব থানায় মামলা করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এইচএডি/