সোমবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা-ভিটিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক বিক্রেতা মো. জামাল পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কাগারচর গ্রামের বাসিন্দা।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহাম্মদ শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা-ভিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এইচএডি/