সোমবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে দাপুনিয়ার চারালপাড়া এলাকা থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার শাকের আহমেদ জানান, ওই এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
খন্দকার শাকের আহমেদ আরও জানান, প্রথমে পরিচয় জানা না গেলেও পরে তার স্বজনরা সেখানে গিয়ে নিহতের মরদেহ শনাক্ত করে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। তাতে ধারণা করা হচ্ছে চালককে হত্যা পর তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছেন ছিনতাইকারীরা।
বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
একে/এএটি