মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১। ইউছুফ একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ননা মিয়ার ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার নরেশ চাকমা বাংলানিউজকে জানান, গোপন সংবাদে সোমবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ডাকাত ইউছুফকে আটক করা হয়। সেসময় বাড়ি তল্লাশি করে জব্দ করা হয় একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও লক্ষ্মীপুর সদর থানায় ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসআরএস