পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে পুকুর থেকে জয়নুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) একরাম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে ওই ইউনিয়নের আম-কাঁঠাল জঙ্গলপাড়া এলাকায় একটি পুকুরের পানিতে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
পরে ঘটনাস্থল থেকে রাতেই মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
জয়নুল একই ইউনিয়নের দলুয়াপাড়া এলাকার মৃত আইজুল হকের ছেলে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।