সোমবার (২ সেপ্টম্বর) রাত ১১টায় ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তানভীর তালা সদর ইউনিয়নের সরফুদ্দিন শেখের ছেলে।
প্রতিবেশীরা জানায়, তানভীর ইসলাম দীর্ঘদিন ধরে প্যানক্রাইটিস রোগে ভুগছিলেন। গত ২৮ আগস্ট ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালের চিকিৎসকরা তার অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের এক দিন পরই তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।
মঙ্গলবার সকালে তার মরদেহ তালাস্থ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
আরএ