মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মিয়ানমার-ঘুমধুম সীমান্তের তুয়াইংগা ঝিরি এলাকা থেকে ক্ষত-বিক্ষত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ওই যুবকের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই যুবকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
আরবি/