ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

রামুতে কাঠবোঝাই ট্রাকে ইয়াবা, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
রামুতে কাঠবোঝাই ট্রাকে ইয়াবা, আটক ৩

কক্সবাজার: কক্সবাজারের রামু বাইপাস এলাকায় কাঠবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় পাচারে জড়িত থাকার অভিযোগে এক রোহিঙ্গাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়।  

আটকরা হলেন- ইয়াবা বহনকারী ট্রাকটির মালিক উখিয়া উপজেলার থাইংখালী এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইফসুফ (৪২), একই উপজেলার কোটবাজার জালিয়াপালং এলাকার হামিদুল হকের ছেলে ও ট্রাকচালক খাইরুল বশর (৩৮) ও সহকারী উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আলী হোছনের ছেলে মো. ইয়াছিন (২৮)।

 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বাংলানিউজকে জানান, তাদের কাছে খবর ছিল চট্টগ্রামমুখী কাঠবোঝাই একটি ট্রাকে করে ইয়াবা পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এসময় ৩০ হাজার ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।