মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক চারজন হলেন- আশরাফুল রানা ওরফে সোহেল (২৮), মো. রাসেল (২০), মো. সাইফুল আলম (৪৮) ও মো. সালাউদ্দিন (২৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টার দিকে ডেমরা এলাকায় র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ আশরাফুল ও রাসেলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে, সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মুগদা থানার দক্ষিণ মাণ্ডা এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ সাইফুল ও সালাউদ্দিনকে আটক করে র্যাব-১০ এর একটি দল। এসময় তাদের কাছে থেকে নগদ ৩৬০ টাকা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমএমআই/আরবি/