মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় অভিযান শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ৮টায়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহম্মেদ।
তিনি জানান, আশুলিয়া এলাকার জান্নাত ইন্ডাস্ট্রিজ বিডি লিমিটেড, রক্স সোপ অ্যান্ড কসমেটিক লিমিটেড ও এভারওয়ে টয়লেট্রিজ লিমিটেড কোম্পানিতে নকল পণ্য তৈরি করায় তিনটি কারখানাকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জান্নাত ইন্ডাস্ট্রিজকে ১০ লাখ টাকা, রক্স সোপকে ৩০ লাখ টাকা ও এভারওয়ে টয়লেট্রিজকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
নিজাম উদ্দিন জানান, এছাড়াও জান্নাত ইন্ডাস্ট্রিজ বিডি লিমিটেড থেকে টাইড ডিটাররেজন্ট’র মোড়ক ১০ বস্তা, মাদার গ্রিন লেমন সপের মোড়ক আট বস্তা, মেট্রো পচা বল সাবানের মোড়ক ১২ বস্তা, টরেন্স ইনস্ট্রা ডিটাররেজন্ট পাউডারের মোড়ক ১০ বস্তা, মেট্রো বাংলা সাবানের মোড়ক ১০ বস্তা, মেট্রো হাই মাদ্রাসা পাউডারের মোড়ক ১০ বস্তা, চায়না বাংলা এলইডি’র মোড়ক আট বস্তা, মেট্রো এলইডি’র মোড়ক দুই বস্তাসহ মোট ৭০ বস্তা জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য প্রায় দুই লাখ টাকা। জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহম্মেদ।
বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমএমআই/আরবি/