বুধবার (০৪ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা-খুলনা সড়কের কুমিরা কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা কুমিরার নওয়াকাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দম্পতি সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে কুমিরায় নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। তারা কদমতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে খুলনাগামী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফাতিমা খাতুন নিহত হন। গুরুতর আহত অবস্থায় নিহত নারীর স্বামী ডা. আজিজুরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এনটি