ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে কারখানায় অ‌গ্নিকা‌ণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
গাজীপু‌রে কারখানায় অ‌গ্নিকা‌ণ্ড

গাজীপুর: গাজীপুর সি‌টি কর‌পো‌রেশনের কা‌শিমপুর থানার ছোট গো‌বিন্দবা‌ড়ি এলাকায় এক‌টি কারখানায় অ‌গ্নিকা‌ণ্ড ঘ‌টে‌ছে।

বুধবার (০৪ সে‌প্টেম্বর) সকা‌লে মাদার টেক্সটাইল লি‌মি‌টেড কারখানায় এ ঘটনা ঘ‌টে।

কা‌শিমপুর ডি‌বিএল ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন অ‌ফিসার মিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকাল ৬টার দি‌কে মাদার টেক্সটাইল কারখানার দ্বিতীয় তলায় স্টোর রু‌মে আগুন লা‌গে।

পরে খবর পে‌য়ে ডি‌বিএল ও ই‌পি‌জেড ফায়ার সা‌র্ভি‌সের তিনটি ইউ‌নিট ঘটনাস্থ‌লে গি‌য়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা ক‌রে আগুন নেভায়।

আগু‌নে স্টোর রু‌মে থাকা আসবাবপত্র পু‌ড়ে গে‌ছে। ধারণা করা হ‌চ্ছে- বৈদ্যুতিক শর্টসা‌র্কিট থে‌কে এ আগু‌নের সূত্রপাত। ত‌বে ক্ষ‌য়ক্ষতির প‌রিমাণ তদ‌ন্তের পর বলা যা‌বে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৪, ২০১৯
আরএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।