বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী শমসের উদ্দিন।
আটকরা হলেন- ধর্ষণ মামলার প্রধান আসামি ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার মৃত এসএম সামাদের ছেলে আব্দুল কাদের শান্ত (১৯) ও তার সহযোগী একই এলাকার মৃত মিজানের ছেলে আবু বকর সিদ্দিক ওরফে শুভ (২৩)।
তাদের বিরুদ্ধে ২৯ আগস্ট ভিকটিমের মা বাদী হয়ে ফতুল্লা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
লেফটেন্যান্ট কর্নেল কাজী শমসের উদ্দিন জানান, নজরদারি রেখে বুধবার ভোরে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এর আগে গত ২৮ আগস্ট রাতে তেল কেনার জন্য বাসা থেকে মুদি দোকানে যায় ওই কিশোরী। এসময় সেখান থেকে পূর্ব পরিচিত রাজন, শুভ, শান্ত ও অজ্ঞাতপরিচয় ২ থেকে ৩ জন মিলে ফতুল্লা রেলস্টেশন জোড়াপুল বালুর মাঠে নিয়ে তাকে ধর্ষণ করে এবং কাউকে কিছু না বলতে হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
ওএইচ/