বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুরে জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে এ ঘটনা ঘটে। তবে, এতে কেউ হতাহত হননি।
সিলেট রেলস্টেশন ব্যবস্থাপক আতাউর রহমান বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ ট্রেনটি মাইজগাঁও স্টেশনে ছেড়ে আসার পর একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়।
তিনি বলেন, ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। তবে, দুর্ঘটনার কারণে সিলেট থেকে কোন ট্রেন আটকা পড়েনি। কেবল ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস মাইজগাঁওয়ে আটকা পড়েছে।
এর আগে গত ১৬ আগস্ট ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এনইউ/এএটি