ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ভূমিকম্প মোকাবিলায় ৪ সিটি-পৌরসভার সমঝোতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
ভূমিকম্প মোকাবিলায় ৪ সিটি-পৌরসভার সমঝোতা সমঝোতা স্মারক সই অনুষ্ঠান

ঢাকা: ভূমিকম্প প্রতিরোধে দেশের একটি সিটি করপোরেশন ও তিনটি পৌরসভার সঙ্গে এনআরপি সমঝোতা সই করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর। 

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক সই করা হয়।  

রংপুর সিটি করপোরেশন, টাঙ্গাইল, রাঙামাটি ও সুনামগঞ্জ পৌরসভার সঙ্গে এ সমঝোতা স্মারক সই করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শাহ কামাল।  

এসময় ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা সিল্টার বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের পাশে রয়েছে সুইডেন। ভূমিকম্প মোকাবিলায় বাংলাদেশকে প্রযুক্তি ও প্রশিক্ষণসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা সিল্টার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনআরপির ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. মোহসীন। স্বাগত বক্তব্য রাখেন মো. শাহাদাৎ হোসেন।  

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, টাঙ্গাইল পৌরসভার মেয়র মো. জামিলুর রহমান মিরন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।