যারা দুর্যোগে-দুর্বিপাকে দায়িত্ব পালন করবে, সেই অধিদপ্তরের অনুষ্ঠান শুরু হতে এতো দেরি ক্ষুব্ধ করে সংবাদকর্মীসহ অতিথিদের। ১১টার আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়া অনেকে তিন ঘণ্টা বসিয়ে রাখায় সংশ্লিষ্টদের ‘কাণ্ডজ্ঞান’ নিয়েও প্রশ্ন তোলেন।
রংপুর সিটি করপোরেশন এবং টাঙ্গাইল, রাঙামাটি ও সুনামগঞ্জ পৌরসভার সঙ্গে এ চুক্তি সইয়ের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি ও ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা সিল্টার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, টাঙ্গাইল পৌরসভার মেয়র মো. জামিলুর রহমান মিরন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
টিএম/এইচএ/