ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনার ১১টার অনুষ্ঠান শুরু হলো ২টায়!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
দুর্যোগ ব্যবস্থাপনার ১১টার অনুষ্ঠান শুরু হলো ২টায়!

ঢাকা: ভূমিকম্প প্রতিরোধে দেশের একটি সিটি করপোরেশন ও তিনটি পৌরসভার সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের সমঝোতা স্মারক সইয়ের অনুষ্ঠান। দাওয়াত অনুসারে বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। সংবাদকর্মীসহ অনেক অতিথিই ঠিক সময়ে অনুষ্ঠানস্থলে চলে আসেন। কিন্তু প্রধান অতিথিই আসেন না! এভাবে এক ঘণ্টা যায়, দু’ঘণ্টা যায়। পাক্কা তিন ঘণ্টা পেরোনোর পর অবশেষে ২টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন প্রধান অতিথি দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তারপর শুরু হয় অনুষ্ঠান।

যারা দুর্যোগে-দুর্বিপাকে দায়িত্ব পালন করবে, সেই অধিদপ্তরের অনুষ্ঠান শুরু হতে এতো দেরি ক্ষুব্ধ করে সংবাদকর্মীসহ অতিথিদের। ১১টার আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়া অনেকে তিন ঘণ্টা বসিয়ে রাখায় সংশ্লিষ্টদের ‘কাণ্ডজ্ঞান’ নিয়েও প্রশ্ন তোলেন।

এ বিষয়ে কথা বলতে চাইলেও আয়োজকদের কেউ মন্তব্য করেননি।

রংপুর সিটি করপোরেশন এবং টাঙ্গাইল, রাঙামাটি ও সুনামগঞ্জ পৌরসভার সঙ্গে এ চুক্তি সইয়ের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি ও ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা সিল্টার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, টাঙ্গাইল পৌরসভার মেয়র মো. জামিলুর রহমান মিরন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
টিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।