বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব উপজেলার ঠেঙ্গামারা এলাকার টিপু সিকদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাকিব নিজের মোটরসাইকেলে করে তার বাবাকে উপজেলার কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দিতে যায়। তার বাবা ওই স্কুলের সহকারী শিক্ষক (শারীরিক প্রতিবন্ধী)। দুপুর ১টার দিকে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাস ও চালককে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এএটি