বুধবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।
রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে ‘বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর’- শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন ড. অনিল শুকলাল।
সেমিনারে ড. অনিল শুকলাল জানান, বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার কোনো মিশন নেই। তবে এশিয়ার মধ্যে নতুন করে দক্ষিণ আফ্রিকার মিশন খোলা হলে, প্রথম খোলা হবে বাংলাদেশে।
তিনি বলেন, বাংলাদেশিদের জন্য দক্ষিণ আফ্রিকার ভিসা নিতে হলে আগে আমাদের শ্রীলঙ্কার মিশন থেকে নিতে হতো। তবে এখন বাংলাদেশিদের জন্য দক্ষিণ আফ্রিকার দিল্লি মিশন থেকে ভিসা দেওয়া হয়। এতে কিছুটা হলেও বাংলাদেশিদের সুবিধা হয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা সারা বিশ্বে ই-ভিসা চালুর উদ্যোগ নিয়েছে। ই-ভিসা হলে সব দেশের জন্যই সুবিধা হবে।
ড. শুকলাল বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পর্ক গভীর হচ্ছে। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে। আগামী দিনে এই সহযোগিতা আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
সেমিনারে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে সম্পর্ক বিদ্যমান রয়েছে, দুই দেশেরই নতুন ভিশন নিয়ে অগ্রসর হতে হবে। দুই দেশের সামনেই আগামী দিনে বড় সুযোগ রয়েছে। এই সুযোগ নিতে পারলে উভয় দেশই লাভবান হবে বলে তিনি প্রত্যাশা করেন।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
টিআর/জেডএস