বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বাতাসের বেগ বেশি হলে উত্তাল হয়ে উঠে পদ্মানদী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে পদ্মানদী উত্তাল হয়ে উঠেছে। মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউ থাকায় লঞ্চ ও স্পিডবোট চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে দুপুর থেকে বন্ধ রাখা হয়েছিল লঞ্চ ও স্পিডবোট। এরপর বাতাস কিছুটা কমে গেলে নৌ চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। তবে, পদ্মায় ঢেউ রয়েছে কিছুটা।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এএটি