বুধবার (৪ সেপ্টেম্বর) নগরের আমানতগঞ্জ এলাকায় শহীদ সুকান্ত বাবু স্মৃতি পার্ক সংলগ্ন পুকুরে ‘শিশুদের জীবন সুরক্ষায় সাঁতার শেখা’ কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, আগে এ অঞ্চলের মানুষেরা জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার নিয়ে আসতো।
তিনি বলেন, তেমন কোনো বিনোদনের ব্যবস্থা না থাকায় কোমলমতি শিশুরা বিপথগামী হচ্ছে। ওদের কথা চিন্তা করে নগরের প্রতিটি ওয়ার্ডে মিনি পার্কের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের বরিশাল প্রধান তৌফিক আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, স্কোপের এনায়েত হোসেন শিবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সাঁতার শেখার জন্য ছেলে শিশুদের শহীদ সুকান্ত বাবু স্মৃতি পার্ক সংলগ্ন পুকুর ও পরেশ সাগরের পুকুর এবং মেয়েদের জন্য ব্যাপ্টিস্ট মিশন বালিকা বিদ্যালয় ও অক্সফোর্ড মিশন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমএস/একে