বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইউনিয়নের কুলশ্রী গ্রাম থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে শাহ আলমের চা দোকান থেকে একশগজ দূরে অপর একটি দোকানের পেছনের পরিত্যক্ত জায়গায় তার ক্ষতবিক্ষত মরেদহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।
নিহতের মেয়ে শারমিন আক্তার বলেন, মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে তার বাবার (শাহ আলম) মোবাইল ফোনে একাধিকবার কল আসে। এর কিছুক্ষণ পর তিনি ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে চলে যান। পরে সকাল পর্যন্ত তিনি আর বাড়িতে ফিরেননি। সকালে দোকান বন্ধ দেখতে পেয়ে সবাই তাকে খোঁজাখুঁজি করতে থাকে।
শারমিন আক্তার অভিযোগ করে আরো বলেন, স্থানীয় কয়েকজন তার বাবাকে গ্যারান্টার (জামিনদার) করে বিভিন্ন ব্যাংক থেকে টাকা লোন নিয়েছিলেন। গত কয়েকদিন এ বিষয়গুলো নিয়ে কয়েজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতের মুখ সহ শরীরের কয়েকটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএইচ