ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই বখাটের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
ছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই বখাটের কারাদণ্ড

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে ২ বখাটেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত দুই ইভটিজারের ১ জনকে ৬ মাসের ও অপরজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার নগরকান্দা থানার পোরাদিয়া গ্রামের বাচ্চু ফকিরের ছেলে সুমন ফকির (২৫) এবং ভাঙ্গা থানার মাঝিকান্দা গ্রামের বিজয় কুমার সাহার ছেলে জয় কুমার সাহা (২৫)।

এরমধ্যে সুমনকে ৬ মাসের ও জয়কে ৩ মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এদের মধ্যে সুমন ফকির ভাঙ্গা বাজারের কাওছার হোটেলের কর্মচারী ও অপরজন হার্ডওয়ার দোকানে কর্মচারী।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছু বখাটে ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছিল প্রশাসনের কাছে। কিন্তু ইভটিজারদের হাতেনাতে ধরা যাচ্ছিল না।
 
বুধবার সকালে সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখার মেয়েদের ক্লাস চলাকালীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেসময় স্কুলের সামনে থেকে দু’জনকে আটক করা হয়, তারা স্কুলগামী মেয়ে শিক্ষার্থীদের বিভিন্ন ইশারা, অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করছিল।  

তাদের আটক করে স্কুলের ভেতরে নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেল তারা অনেক্ষণ ধরেই স্কুলে গেটে দাঁড়িয়ে ছাত্রীদের অশ্লীলভাবে উত্ত্যক্ত করছিল, যা যৌন হয়রানির পর্যায়ে পড়ে।  

পরে ইভটিজিংয়ের অপরাধে তাদের একজনকে ৬ মাসের ও অপরজনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।