বুধবার (০৪ সেপ্টেম্বর) এডিস মশা নির্মূলে চলমান চিরুনি অভিযানের অংশ হিসেবে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা ধার্য ও আদায় করে। রাজধানীর মিরপুরের ওই ভবনটিতে এই জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আজম।
এছাড়াও ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে বাদ পড়া সাত হাজার ২৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ২৫টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। লার্ভা পাওয়া এসব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি/স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়’ লেখা স্টিকার লাগানো হয়।
এছাড়া চার হাজার ৩৯৭টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান বা জমে থাকা পানি পাওয়া যায়। এডিস মশার বংশবিস্তারের উপযোগী এসব স্থান ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএইচএস/জেডএস