ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

নানাকে গলাকেটে হত্যার অভিযোগে নাতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
নানাকে গলাকেটে হত্যার অভিযোগে নাতি গ্রেফতার

জয়পুরহাট: জয়পুরহাট সদরের পশ্চিম পারুলিয়ার করিম নগর এলাকায় নানাকে গলাকেটে হত্যার অভিযোগে নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পশ্চিম পারুলিয়ার করিম নগর এলাকার বেলাল হোসেন (৬৫)।



গ্রেপ্তার হওয়া যুবক জয়পুরহাট সদরের সগুনা গোপিনাথ পুর গ্রামের লিটন মিয়ার ছেলে বায়োজিদ।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাইহান হোসেন বলেন,  সকালে বায়োজিদ তার মামীকে ধারালো বটি দিয়ে কোপাতে যাচ্ছিল। এ সময় তার নানা বাধা দিলে হাতে থাকা বটি দিয়ে নানাকেই গলাকেটে হত্যা করে বায়োজিদ। তবে পরিবারের সদস্যদের দাবি, বায়োজিদ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এ বিষয়ে জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি রাইহান হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।