পিরোজপুর: গরু চুরির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার হুলারহাট বন্দর এলাকায় গণপিটুনিতে জামাল হোসেন হাওলাদার (৪৮) নামে এক চোর নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জামাল সদর উপজেলার হুলারহাটের কুমির মারা গ্রামের বাসিন্দা।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, নিহত জামাল হোসেন মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে বেকুটিয়ার কচা নদীর তীরের কুমিরমারা স্লুইচ গেট এলাকায় একটি ট্রলারে করে ৪টি গরু নিয়ে আসেন।
বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই ব্যক্তিকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে গরুসহ ট্রলারটি জব্দ করে জামালকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত জামালের বিরুদ্ধে পিরোজপুরের বিভিন্ন থানায় হত্যা, চুরি, ডাকাতি, অস্ত্র মামলাসহ কয়েকটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে একটি মামলা নেওয়া হবে। নিহত জামাল আন্তঃজেলা চোরাই চক্রের প্রধান। চুরি করা ওই গরুগুলো জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী এলাকার বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।