ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মতিঝিলে ছিনতাইকারী সন্দেহে পুলিশ কনস্টেবলকে গণপিটুনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
মতিঝিলে ছিনতাইকারী সন্দেহে পুলিশ কনস্টেবলকে গণপিটুনি

ঢাকা: রাজধানীর মতিঝিলে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে বংশাল থানার এক পুলিশ কনস্টেবলসহ দুইজন আহত হয়েছেন।

বুধবার (৪ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহত দু’জন হলেন- বংশাল থানার পুলিশ কনস্টেবল মামুন (৩৫) ও ইলেকট্রিক ব্যবসায়ী আবুল কালাম (২৯)।

আহত দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, রাজধানীর মোহামেডান ক্লাব এলাকার ইলেকট্রিক ব্যবসায়ী কালামের কাছে জিতু নামে এক ব্যবসায়ী ১০ লাখ টাকা পেতেন। এ টাকা তোলার জন্য জিতু তার বন্ধু পুলিশ কনস্টেবল মামুনকে নিয়ে  মোহামেডান ক্লাবের সামনে থেকে কালামকে আটক করে মারধর শুরু করে। এ সময় কালাম ছিনকাইকারী বলে চিৎকার দিলে জিতু পালিয়ে যান। এ সময় কনস্টেবল মামুনকে ধরে সাধারণ জনগণ গণপিটুনি দেয়। কালামের কাছে থাকা ১০ লাখ টাকা অক্ষত আছে।

জিতুর সঙ্গে যোগাযোগ ও বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি ওমর ফারুক।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।