বুধবার (৪ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দু’জন হলেন- বংশাল থানার পুলিশ কনস্টেবল মামুন (৩৫) ও ইলেকট্রিক ব্যবসায়ী আবুল কালাম (২৯)।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, রাজধানীর মোহামেডান ক্লাব এলাকার ইলেকট্রিক ব্যবসায়ী কালামের কাছে জিতু নামে এক ব্যবসায়ী ১০ লাখ টাকা পেতেন। এ টাকা তোলার জন্য জিতু তার বন্ধু পুলিশ কনস্টেবল মামুনকে নিয়ে মোহামেডান ক্লাবের সামনে থেকে কালামকে আটক করে মারধর শুরু করে। এ সময় কালাম ছিনকাইকারী বলে চিৎকার দিলে জিতু পালিয়ে যান। এ সময় কনস্টেবল মামুনকে ধরে সাধারণ জনগণ গণপিটুনি দেয়। কালামের কাছে থাকা ১০ লাখ টাকা অক্ষত আছে।
জিতুর সঙ্গে যোগাযোগ ও বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি ওমর ফারুক।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এজেডএস/আরআইএস/