বুধবার (৪ সেপ্টম্বর) দুপুরে উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগরের বাগপাঁচরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মুক্তিযোদ্ধা ও সরকারের পদকপ্রাপ্ত সার্জেন আবুল হোসেন (৮০), তার স্ত্রী তাহেরা বেগম (৬০), ছেলে ইসমাঈল হোসেন (৩০) ও তার বোন জেসমিন আক্তার (৪৩)।
আহত মুক্তিযোদ্ধা আবুল হোসেন জানায়, তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে আমেরিকায় ছিলেন। গত কিছুদিন আগে তারা বাড়িতে আসেন। বুধবার দুপুরে নতুন করে বাড়ির ঘর নির্মাণ করতে গেলে একই গ্রামের সাহাবউদ্দিন, মিজান ও নাসিরসহ তাদের সহযোগিরা হামলা চালিয়ে মারধর ও পিটিয়ে আহত করে।
তিনি আরো জানান, বিষয়টি সোনাইমুড়ি থানা পুলিশকে জানিয়ে এ ঘটনার বিচার দাবি করা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএইচ