ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
কটিয়াদীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জ: ভেজালবিরোধী অভিযানে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (০৪ সেপ্টম্বর) দুপুরে উপজেলার কলেজ রোড ও মসূয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্ততর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন।  

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর  মনিরুজ্জামান মনিরসহ জেলা পুলিশ সদস্যরা।

ইব্রাহীম হোসেন বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ ও বেকারি পণ্যে মেয়াদসহ মূল্য-পরিমাণ ব্যবহার না করার অপরাধে কলেজ রোডের সুমন বেকারিকে ৩০ হাজার টাকা এবং খাদ্যে ক্ষতিকর উপাদান ব্যবহার করার অপরাধে শরিফ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মানহীন পণ্য (আইসক্রিম) বিক্রির অপরাধে মসূয়া বাজারের সুমন ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা ও কবির ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯ 
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।