বুধবার (০৪ সেপ্টম্বর) দুপুরে উপজেলার কলেজ রোড ও মসূয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্ততর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর মনিরুজ্জামান মনিরসহ জেলা পুলিশ সদস্যরা।
ইব্রাহীম হোসেন বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ ও বেকারি পণ্যে মেয়াদসহ মূল্য-পরিমাণ ব্যবহার না করার অপরাধে কলেজ রোডের সুমন বেকারিকে ৩০ হাজার টাকা এবং খাদ্যে ক্ষতিকর উপাদান ব্যবহার করার অপরাধে শরিফ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মানহীন পণ্য (আইসক্রিম) বিক্রির অপরাধে মসূয়া বাজারের সুমন ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা ও কবির ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএইচ