বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য আসেন।
অস্টেলিয়ান পররাস্ট্রমন্ত্রী ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়া সরকার কাজ করছে।
ইতোপূর্বে রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমার সফর করার কথা জানিয়ে তিনি বলেন, আমি মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলেছি, এখন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য বাংলাদেশে এলাম।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর হলেও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের সঙ্গে কথা বললাম। তাদের খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ নানা বিষয়ে জানলাম। আমি অস্ট্রেলিয়ায় ফিরে গিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে সরকারের সঙ্গে কথা বলবো।
বুধবার সকাল থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও তিনি অস্ট্রেলিয়া সরকারের অনুদানে পরিচালিত বেশ কিছু শিশু শিক্ষা ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী পেইন মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার পৌঁছে রোহিঙ্গা সমস্যা নিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে বৈঠক করেন।
তিনদিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী পেইন বাংলাদেশে এসে দু’দিনই তিনি কক্সবাজার সফর করেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় সমুদ্র অর্থনীতি বিষয়ক এক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসবি/এএটি