বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ময়মনসিংহের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন মামলার দুই আসামি ও তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গৌরীপুর উপজেলার ঘোড়ামারা এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইন মামলার দুই আসামি এবং ময়মনসিংহ শহরের আকুয়া, ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী এলাকা থেকে তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
একে/আরআইএস/