বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ বিজয়ী চেয়ারম্যানদের এ শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আলিম হাওলাদার, চিতলমারী উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের অর্চনা দেবী বড়াল এবং ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ইউনুস আলী শেখ।
শপথগ্রহণ অনুষ্ঠানে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) শাহানাজ পারভীন, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলুসহ ফকিরহাট, মোরেলগঞ্জ, চিতলমারী উপজেলার সব ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএইচ