বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জারিয়া ইউনিয়নের একটি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দিলীপ বড়হা গ্রামের মৃত গিরিশ বর্মণের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, দিলীপ মৃগী রোগী ছিলেন। তিনি মঙ্গলবার বিকেলে মাছ ধরতে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে বুধবার স্থানীয়রা তার মরদেহটি বর্ণি নদীর পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। মরদেহটি উদ্ধার করে ইতোমধ্যে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল (আসহা) মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএইচ