ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

পূর্বধলায় নিখোঁজ জেলের ভাসমান মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
পূর্বধলায় নিখোঁজ জেলের ভাসমান মরদেহ উদ্ধার

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিখোঁজের একদিন পর নদী থেকে দিলীপ বর্মণ নামে এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জারিয়া ইউনিয়নের একটি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দিলীপ বড়হা গ্রামের মৃত গিরিশ বর্মণের ছেলে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, দিলীপ মৃগী রোগী ছিলেন। তিনি মঙ্গলবার বিকেলে মাছ ধরতে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে বুধবার স্থানীয়রা তার মরদেহটি বর্ণি নদীর পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। মরদেহটি উদ্ধার করে ইতোমধ্যে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল (আসহা) মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।