বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে সদর উপজেলার কুড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল শেখ রায়গঞ্জ উপজেলার জানকিগাঁতী গ্রামের মেহের আলীর ছেলে।
কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এস এম ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, কাজিপুর থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী অপর একটি যাত্রীবাহী ভটভটিকে চাপা দেয়। এতে ভটভটি উল্টে গিয়ে মোজাম্মেল শেখ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় পৌর এলাকা থেকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএইচ