বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চাখার হক স্পোর্টিং ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শান্তা হত্যাকাণ্ডে জড়িতদের যথাযথ বিচার দাবি করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খিজির সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত শান্তার বাবা ফারুক হোসেন মোল্লা, মা মাসুদা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরদার, জহিরুল ইসলাম জাকির, ইউপি সদস্য মেজবাউদ্দিন সোহেল, সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান প্রমুখ।
জানা যায়, চার বছর আগে বানারীপাড়ার চাখার এলাকার বড় ভৈৎসর গ্রামের ফারুক হোসেন মোল্লার মেয়ে শান্তার সঙ্গে বিয়ে হয় একই এলাকার মৃত সুলতান হোসেন হাওলাদারের ছেলে মিঠুর। মিঠু নারায়াণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বায়িং হাউজে চাকরি করতেন। বিয়ের পর থেকে প্রাইই যৌতুকের দাবিতে মিঠু স্ত্রী শান্তাকে শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। এরই এক পর্যায়ে গত ২২ আগস্ট বিকেলে সোনারগাঁও থানার কাঁচপুর নয়াবাড়ি খাসপাড়ার ভাড়া বাসায় নিহত হন শান্তা। এ ঘটনায় তার স্বামী মিঠুকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ।
বাংলাদেশ সময় : ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমএস/এইচজে