ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বানারীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
বানারীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে সুমাইয়া আক্তার (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া মারা যান।

জানা যায়, প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে আড়াই বছর আগে সলিয়াবাকপুর গ্রামের পিন্টু হাওলাদারের পুত্র মাসুদ হাওলাদারের সঙ্গে চাখার গ্রামের হাবিবুর রহমান মেকারের কন্যা সুমাইয়ার বিয়ে হয়।

 

সুমাইয়ার স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে অকারণে সুমাইয়াকে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করছিল।  

সুমাইয়ার নানা মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, গত সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে (মোহাম্মদ আলী) সুমাইয়ার শ্বশুর ফোন করে জানান- তার নাতনি কীটনাশক জাতীয় কিছু পান করেছেন।  

খবর পেয়ে সুমাইয়ার শ্বশুর বাড়িতে রওয়ানা হন মোহাম্মদ আলী। পথিমধ্যে দেখতে পান অচেতন অবস্থায় ভ্যান গাড়িতে করে তার নাতনিকে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।  

পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সুমাইয়াকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে মারা যান সুমাইয়া।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খ‌লিলুর রহমান বাংলানিউজকে জানান, এখ‌নো কেউ এ বিষ‌য়ে অ‌ভি‌যোগ দেয়‌নি। অভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।

বাংলা‌দেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।