বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজরোড ও হাজিপুর এলাকায় পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি কলাবোঝাই ট্রাক মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখী রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনাকবলিত কলাবোঝাই ট্রাকের পেছনে এসে সজোরে ধাক্কা দেয় আরেকটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই কলাবোঝাই ট্রাকের চালক ও চালকের সহকারী এবং রডবোঝাই ট্রাকের চালকের সহকারী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন।
এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং পুলিশ সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে ফেলার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে নাতিকে স্কুলে পাঠানোর জন্য মহাসড়কের হাজিপুর এলাকায় আসেন আমেনা বিবি (৫০)। নাতিকে স্কুলবাসে উঠিয়ে দেওয়ার পর বাসায় ফিরতে তিনি মহাসড়ক পার হতে গেলে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।
সকালে সাড়ে ৮টার দিকে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নারী ছাড়া দুর্ঘটনায় নিহত ও আহত অন্যান্য ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
এছাড়া বর্তমানে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এমবিএইচ/এসএ