বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা জজ জাকির হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বীরগাঁও এলাকার মৃত আছমত উল্লাহর ছেলে আয়াকনূর ও একই এলাকার হানিফ মিয়ার ছেলে শফিক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২০ জানুয়ারি বিকেলে বীরগাঁওয়ের নাগরারকান্দা ছন ক্ষেতের পাশে খালের পাড়ে গোবর কুড়াতে যায় নির্যাতনে শিকার ওই শিশু ও তার বান্ধবী। তখন আয়াকনূর ও শফিক তাদের ডেকে শুকনো খালের মধ্যে নিয়ে যায়। তখন একটি শিশু কান্নাকাটি করলে তাকে ছেড়ে দিয়ে অপর শিশুকে দুইজনে মিলে ধর্ষণ করেন তারা। পরে নির্যাতনে শিকার ওই শিশুর বাবা আয়াকনূর ও শফিককে আসামি করে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নান্টু রায় ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন আব্দুল হক ও জুবায়ের আহমদ।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এনটি