রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ (মুমেক) হাসপাতাল থেকে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনার পর সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত খাদিজা পরিবারের সঙ্গে রাজধানীর দনিয়া নাসির উদ্দিন রোড এলাকায় থাকতো।
খাদিজার চাচা ইব্রাহিম হোসেন জানান, গত ৫/৬ দিন ধরে তার ভাই ইসমাইলের একমাত্র সন্তান খাদিজার গায়ে জ্বর আসে। গত ৮ সেপ্টেম্বর তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা জানান- তার ডেঙ্গু জ্বর হয়েছে।
‘এরপর সেখানেই চিকিৎসা চলে। হঠাৎ গলা ফুলে গেলে মুগদা হাসপাতালের চিকিৎসকেরা তাকে ছাড়পত্র দিয়ে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু সেখানে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ’
তিনি বলেন, শিশুটির বাবা ইসমাইলও ডেঙ্গু জ্বরে আক্রান্ত।
মুগদা হাসপাতালের পরিচালক ডা. আমিন আহমেদ খান বলেন, শিশুটি কয়েকদিন ধরে আমাদের এখানে ভর্তি ছিল। হঠাৎ তার অবস্থার অবনতি হলে পেডিয়েট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু আমাদের এখানে এটি না থাকায় তাকে ঢামেক হাসপাতালে রেফার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এজেডএস/এমএ