বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-২ এর একটি টিম। আটক ৬ জন হলেন- সাইফুল করিম, আজিম, ফজলুল করিম, মাইনুদ্দিন, জাহাঙ্গীর ও মামুন।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন ইউনিয়ন পরিষদের ঊচ্চপদস্থ কর্মকর্তা, সিটি করপোরেশনের কর্মকর্তা, জেলা পরিষদ ও বিভিন্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে জাল জন্ম নিবন্ধন সার্টিফিকেট সরবরাহ করতেন। তাদের কাছে পাওয়া হার্ডডিস্ক চেক করে আমরা ২৫ হাজারের মতো জাল সনদ পেয়েছি। অনেক হার্ডকপিও পেয়েছি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে আটক ব্যক্তিরা জাল সনদ দিয়ে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতেও সহায়তা করতেন।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
ওএইচ/