বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রূপদিয়া রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। সাথী উপজেলার কচুয়া গ্রামের মিলন হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ সাথী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিকেলে রূপদিয়া রেলস্টেশনের অদূরে ট্রেনলাইনের ওপর বসে ছিলেন সাথী। এসময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে বিকেল ৪ টায় যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
ইউজি/ওএইচ/