বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উজিরপুর উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদী প্রথম ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল মোল্লা আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আক্তার মোল্লার ছোট ভাই এবং উপজেলা যুবলীগ সদস্য।
নিহতের স্বজনরা জানান, হেলাল মোল্লা মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। পথে ইচলাদীতে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে আরোহী হেলাল মোল্লা গুরুতর আহত হয়।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এমএস/জেডএস