বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার চৌধুরীহাট বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জুলহাস উদ্দিন পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রাননাথ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, লালমনিরহাটগামী পণ্যবোঝাই একটি ট্রাক চৌধুরীহাট বটতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী জুলহাস উদ্দিনকে ধাক্কা দেয়। এতে জুলহাস ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।
পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। মরদেহ ছিন্নভিন্ন হওয়ায় স্থানীয়রা কেউ প্রাথমিক মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে পুলিশের সহায়তায় নিহতের পরিবারের লোকজন পরিচয় শনাক্ত করেন।
বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
জেডএস