বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল খান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার আব্দুর রশিদের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, খান হোটেলের সামনে রাস্তা পার হচ্ছিলেন আব্দুল লতিফ। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী জোয়ান এন্টারপ্রাইজের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল লতিফ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। চান্দাইকোনা এলাকা থেকে বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
জেডএস