বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
ডমেচিং রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী।
মৃতের স্বজনরা বাংলানিউজকে জানান, গত সপ্তাহে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলে রুমা উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করান ডমেচিং। এসময় ডেঙ্গুর জীবাণু ধরা পড়লে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা বাংলানিউজকে বলেন, দুপুরের দিকে ডমেচিংয়ের মরদেহ বান্দরবান নিয়ে যাওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসআরএস