ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
বোয়ালমারীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে রিপন কাজী (৩৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলিমাঝি দেউলী এলাকার তালতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিপন উপজেলার বাগডাঙ্গা গ্রামের ছিরু কাজীর ছেলে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি ও মাদকদ্রব্য মামলাসহ ১৪টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, চুরির মালামাল অথবা মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে কোন্দলে ওই চক্রের সদস্যরাই তাকে গলাকেটে হত্যা করে ফেলে রেখে গেছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।