বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে গোবরা-নওয়াপাড়া সড়কের এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনার ফুলতলা থেকে নছিমনটি আখ আনতে নড়াইলের লোহাগড়া উপজেলার দিকে যাচ্ছিল। পথে চৌরাস্তা এলাকায় পোঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যৃ হয় এবং গুরুতর আহত হন তার সহকারী (হেলপার)। আহত সহকারীকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বিছালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জাফর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসআরএস