বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আসিফ উপজেলার মোল্লাকান্দি গ্রামের জামাল মুন্সীর ছেলে ও স্থানীয় খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আশরাফ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার আসিফ বিদ্যালয়ের হাজিরা খাতায় অনুপস্থিত ছিল। সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একতলা ভবনের ছাদে যায় আসিফ। সেখানে বৈদ্যুতিক সংযোগ লাইনের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসআরএস