ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে হাজত থেকে পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
পিরোজপুরে হাজত থেকে পলাতক আসামি গ্রেফতার

পিরোজপুর: পিরোজপুরের সদর থানা হাজত থেকে পালানো সালমান খান (২৪) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার চলিশাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সালমান উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের দুলাল খানের ছেলে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আসামি সালমান পানি পান করতে চাইলে দায়িত্বরত সেন্ট্রি তাকে পানি খাওয়াতে হাজতের দরজা খোলেন। এসময় সালমান তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌঁড়ে থানা থেকে পালিয়ে যান। গোপন সংবাদে বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে সালমানকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র জানায়, কলাখালীর যুবলীগ কর্মীর জয় হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসাবে ওই মামলার তদন্ত কর্মকর্তা গত বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে সালমানকে গ্রেফতার করেন। এছাড়াও তার বিরুদ্ধে মাদক ও নারী নির্যাতনসহ চারটি নিয়মিত মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।