ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় সেতু থেকে নদে পড়ে শ্রমিক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
কলাপাড়ায় সেতু থেকে নদে পড়ে শ্রমিক নিখোঁজ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন শহীদ নজরুল ইসলাম সেতুর বার্জ থেকে আন্ধারমানিক নদে পড়ে সরোয়ার শেখ (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কলাপাড়া থানায় নির্মাণাধীন ওই সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স থ্রি লাইফ নেভিগেশেন’র নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ ঘটনায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এবং বালিয়াতলী ইউনিয়নের বালিয়াতলী গ্রাম সংলগ্ন পয়েন্টে নির্মাণাধীন সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, দিনের কাজ শেষে সব শ্রমিকরা চলে যাওয়ার পর নির্মাণাধীন ব্রিজের বার্জ নিয়ন্ত্রণে আনতে গিয়ে হ্যান্ডেলে আঘাতে নদে পড়ে যান সরোয়ার। বৃহস্পতিবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্তও নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।